Thu. Aug 22nd, 2019

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তেলের গাড়ি আটকে দিলেন ভিপি নুর

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী গাড়ি আটকে দিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর।

সোমবার (৭ মে) রাতে ভিসির বাসভবন সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় নুরের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ঘটনাটি ভিডিও করে ফেসবুকেও আপলোড করা হয়।

ভিডিওতে দেখা যায় ‘পদ্মা ওয়েল’ লেখা একটি তেলবাহী গাড়ি আটকে দাঁড়িয়ে আছেন নুরুল হক নুরসহ অন্যরা। এ সময় দুই ব্যক্তির সঙ্গে তাদের কথাকাটাকাটি করতে দেখা যায়। যারা ওই গাড়ির চালক ও সহকারী বলে অনুমান।

এ সময় নুর তেল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এর মালিক কে তা জানতে চান। তিনি এরপর ওই দুই ব্যক্তির কাছ থেকে গাড়ির মালিকের ফোন নম্বর নিয়ে কথা বলেন।

ভিপি নুরের দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে তেলের গাড়ি চললে ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.