Bijoysangbad | নেপালের সানি লিওন তিনি - Bijoysangbad

» নেপালের সানি লিওন তিনি

Published: 07. Oct. 2019 | Monday

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল এক সুন্দরীর ছবি। নাম অর্চনা পনেরু। তবে তিনি নেপালের সানি লিওন হিসেবেই বেশি পরিচিত।

সানি লিওনই নাকি তার রোল মডেল। ২০ বছরেই তিনি রীতিমত ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন।

আগামী দিনে একজন ডান্সার ও ডিজাইনার হয়ে উঠতে চান তিনি। সোস্যাল মিডিয়ায় সাহসী ছবি দেয়ার জন্যই তার পরিচিতি ক্রমশ বাড়ছে। তার মা সুনীতা একজন অ্যাডাল্ট স্টার ছিলেন বলে জানা গেছে।
মিউজিক ভিডিও অ্যালবামে কাজ করে অর্চনা তার ক্যারিয়ার শুরু করেন। আগামী দিনে তিনি ছবিতে কাজ করতে চান বলেও জানিয়েছেন।