Bijoysangbad | ঢাকায় বয়ে যাচ্ছে সল্প পরিসরে বৃষ্টি এবং তীব্র বাতাস - Bijoysangbad

» ঢাকায় বয়ে যাচ্ছে সল্প পরিসরে বৃষ্টি এবং তীব্র বাতাস

Published: ২১. মে. ২০২০ | বৃহস্পতিবার

আবির হোসেন জয় :ঘূর্ণিঝড় আম্পান ধেয়ে এসেছে বাংলাদেশে। দেশের বিভিন্ন যায়গায় তান্দব চালিয়েছে এই আম্পান। বাংলাদশের বিভিন্ন যায়গায় ১০ নং সংকেত এবং ৯নং সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে

রাত ৯ টার পর ঢাকাতে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি চলছে এবং বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাস বয়ে যাচ্ছে।

বিভিন্ন যায়গায় মারা গিয়েছে আনেক মানুষ।এই পর্যন্ত পানি ডুবে ও গাছ চাপা পরে পটুয়াখালিতে ২ জন ,ভোলা ২ জন এবং পিরোজপুর ১ জন মানুষ মারা গিয়েছে। এই ঝড় ১২ টা পর্যন্ত তান্দব চালাতে পারে তারপর কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।