Bijoysangbad | করোনায় একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৭৩ - Bijoysangbad

» করোনায় একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৭৩

Published: ২১. মে. ২০২০ | বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক :গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জন মারা গেছেন। একই সময়ে ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জন।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮৫১১ জনে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, ৪৭টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ১৭৪টি। পরীক্ষা করা হয়েছে ১০হাজার ২৭৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১হাজার ৭৭৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২২ জনের মৃত্যু হয়।